স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা উচ্চ বিদ্যালয়ে গতকাল (রবিবার) ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পরিচালনায় এক চমৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বিশেষ সম্মানে ভূষিত করে উপহার তুলে দেয়।
চর খরিচা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া ইসলাম তাসফিয়া ও মেহজাবিন তাসনীম আরবী।