স্টাফ রিপোর্টার: আজ সোমবার সকাল ১১টায় ময়মনসিংহের ‘কমার্স কলেজ’-এর শিক্ষার্থীরা বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার কারণে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার ক্যাম্পাস থেকে শুরু হয়ে টাউন হলে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শত শত শিক্ষার্থী সম্প্রতি ভারতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ক্ষোভে ফুঁসে উঠে। তারা নানা স্লোগানের মাধ্যমে নতুন বাজার থেকে টাউন হল পর্যন্ত মিছিল নিয়ে এগিয়ে যায়। সেখানে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। তাদের দাবি অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।