মুবাশ্বির হুসাইন কাসেমী
মোরা চাই রহম
চাই না গজব,
গোনা’ গুলি মাফ
করে দাও সব।
গরমে পুড়ে যেন
শরীরের চামড়া,
স্বস্তি কোথা’ নাই
করি কী আমরা।
দয়া করো ওহে–
করুণাময় পরম,
সহ্য হয় না আর
এই অসহ্য গরম।
বাঁচাও মোদেরে
মেরো না গরমে,
দয়া করে একটু
রাখো আরামে।