মুবাশ্বির হুসাইন কাসেমী
ঈদের দাওয়াত দিলাম বন্ধু
আসবে আমার ঘরে,
হৃদয় আসন সাজাইয়াছি
শুধুই তোমার তরে।
লাল গালিচার উপর দিয়ে
হেঁটে হেঁটে আসবে,
ডানে বামের পুষ্প ছোঁয়ায়
মন ভরিয়া হাসবে।
গলাগলি করবো দুই জন
মনদ্বয় উজাড় করে,
দেখে মিছিল করবে যারা
নীল গগনের ‘পরে।
মায়ের হাতের থালায় দিব
খাইতে তোমায় পিঠা
বলবে তুমি দারুন মজা
খাওয়াইলে ভাই কী টা ?