1. admin@shwapnopratidin.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

কিশোর গ্যাং বৃদ্ধির কারণ ও প্রতিরোধে করণীয়

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 76.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

স্টাফ রিপোর্টার: চর জেলখানা ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩১ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। কাঠগোলা বাজার লাগোয়া নদীর তীর ঘেঁষা এই এলাকাটি প্রকৃতির নির্মল পরিবেশ আর সুজলা-সুফলা। পুলিশ লাইন, শিক্ষা বোর্ড, বিনার আবাসিক এলাকা, কেন্দ্রীয় কারাগার, পানি উন্নয়ন বোর্ডসহ নানা গুরুত্বপূর্ণ সরাকারি অফিস রয়েছে চর জেলখানার খুব কাছেই। রয়েছে সিটি কর্পোরেশন এলাকায় যাতায়াতের জন্য পাকা রাস্তা। মসৃণ রাস্তা আর কোলাহলমুক্ত থাকায় এদিক দিয়ে বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে থাকেন।
পরিবেশ নির্মল এবং প্রকৃতির বিশুদ্ধতায় অনেকে শহর থেকে চর জেলখানায় বাড়ি করেছেন, অনেকে করেছেন খামার, অনেকেই গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান।
ইদানিং চর জেলখানায় মারাত্মক হারে বেড়েছে চুরির ঘটনা। প্রতিদিন কৃষি জমি থেকে সেচ পাম্প, মটর চুরি হচ্ছে। চুরি যাচ্ছে চর জেলখানা ঘাট সংলগ্ন দোকানপাট থেকেও। এমনকি বাসাবাড়িতেও চুরি হচ্ছে।
এসব কারণে চরের মানুষের এখন দুশ্চিন্তার অন্ত নেই। আজ ৬ এপ্রিল (২৫ রমযান) শনিবার ফজরের নামাজের সময় কৃষি খামার থেকে মটর চুরি করার সময় হাতেনাতে এই কিশোরকে আটক করা হয়। তার পকেট থেকে উদ্ধার করা হয় গাঁজা।
কিশোরকে হয়তো শাসানো হবে, ভয় দেখানো হবে…
ফলাফল শূন্য। কিশোররা আসক্ত হয়েছে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ মাদকে। ওদের এ পথ থেকে ফেরাতে হলে প্রয়োজন পারিবারিক নজরদারি আর কঠোর শাসন। প্রয়োজন সামাজিক আন্দোলন। প্রয়োজন ব্যক্তি পর্যায়ে সচেতনতার। ফলে তুচ্ছ কারণে মারামারি, খুনখারাবি, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ সকল অপরাধ কমে যাবে। আসুন আমরা সবাই মিলে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য সচেতনতা বৃদ্ধি করি। আসুন কিশোর গ্যাং প্রতিহত করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ স্বপ্ন প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!