স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ময়মনসিংহ মহানগরীর প্রাণকেন্দ্র বড় বাজারে ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের শীর্ষ স্থানীয় দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান রাহ. বড় মসজিদ, ময়মনসিংহ-এর উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলন সকাল ৯টায় যথারীতি শুরু হয়।
ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব, জামিয়া ফয়জুর রহমান রাহ.-এর প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা আবদুল হক দামাত বারাকাতুহুম ছিলেন উক্ত মহাসম্মেলনের সভাপতি।
এতে কুরআন-হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী, আল্লামা খুরশিদ আলম কাসেমী, আল্লামা মামুনুল হক, মুফতী মাহবূবুল্লাহ, মুফতী হারুন ইজহার, মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদী, মুফতী আলী হাসান উসামা প্রমুখ। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বারী আবু সালেহ মুহাম্মদ মুসা সাহেবের সুললিত কণ্ঠের কুরআনে কারীম তিলাওয়াত ছিল সকল প্রকার শ্রোতাদের হৃদয়গ্রাহী।
এ বছরের বড় বাজারের মহাসম্মেলন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীদের ভীড়ে বড় বাজার, ছোট বাজার, দুধ মহল, জুবলী ঘাট, থানাঘাট লোকে লোকারন্য হয়ে যায়। আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু টুপি আর টুপি। ফলে ময়মনসিংহ মহানগরীর সবগুলো প্রবেশপথ এমনকি নদীর ঘাটগুলোতে প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয়।
সম্পাদক ও প্রকাশক: ডা. মোহাম্মদ আবু সাঈদ সরকার
ঠিকানা : ৩৭/৬, মসজিদ রোড, বালুরঘাট, ঢোলাদিয়া, ময়মনসিংহ।