মাওলানা মোখলেছুর রহমান মন্ডল: নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলাধীন প্রাচীন ও ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান "জামিয়া হোসাইনিয়া দারুল উলুম সেহলা মাদরাসা"-এর প্রবীণ মুহাদ্দিস, প্রখ্যাত আলেমে দীন হযরত মাওলানা নঈম উদ্দিন রাহ. এর জানাযার নামাজ আজ (৫ অক্টোবর ২০২৪) শনিবার বেলা ৩ টায় সেহলা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় মরহুমের ছাত্র-ভক্ত সহ স্থানীয় উলামায়ে কেরাম ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ জনতা অংশগ্রহণ করেন। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম মাওলানা নঈম উদ্দিন রহ. ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের সলংগা গ্রামের কৃতী সন্তান। তিনি বালিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদীস পাস করে সেহলা মাদরাসার মুহাদ্দিস হিসেবে যোগ দেন। দীর্ঘ ৩০ বছর শিক্ষকতার দায়িত্ব পালন করেন এবং সেখানে বিবাহ করে স্থায়ী ভাবে বসবাস করেন।
সম্পাদক ও প্রকাশক: ডা. মোহাম্মদ আবু সাঈদ সরকার
ঠিকানা : ৩৭/৬, মসজিদ রোড, বালুরঘাট, ঢোলাদিয়া, ময়মনসিংহ।