স্টাফ রিপোর্টার: টানা দু'দিনের বৃষ্টিতে ময়মনসিংহের ধোবাউড়ায় বড় বন্যার আশংকা দেখা দিয়েছে। বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলের কারণে নেতাই নদের পানি এখনো লোকালয়ে প্রবেশ করেছে। ফসলী জমি, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার, রাস্তা-ঘাট এখন সর্বত্র পানি আর পানি।
ইতোমধ্যে ঘোষগাঁও, দক্ষিণ মাইজপাড়া, রণসিংহপুর, জিগাতলা, রাউতি, ধোবাউড়া সদর ইউনিয়ন-এর কিছু অংশসহ বিভিন্ন স্থানে ভাঙ্গণ দেখা দিয়েছে। নেতাই নদে স্থায়ী বাঁধ নির্মাণ ধোবাউড়ার মানুষের দীর্ঘদিনের দাবি।
পানি বন্দী মানুষগুলো একটু নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু বিল্ডিং খোঁজ করছে। কিন্তু শুকনো মাটির দেখা মিলছে না কোথাও। ঘরের ভেতর গলা সমান পানি, বিশুদ্ধ খাবার পানি ও জরুরি ঔষধ আর খাদ্যভাবে আছে অগণিত মানুষ।
শুকনো খাবার আর ত্রাণের মাধ্যমে পানি বন্দী এ মানুষগুলো কষ্ট সামান্য হলেও লাঘব হবে।
সম্পাদক ও প্রকাশক: ডা. মোহাম্মদ আবু সাঈদ সরকার
ঠিকানা : ৩৭/৬, মসজিদ রোড, বালুরঘাট, ঢোলাদিয়া, ময়মনসিংহ।