1. admin@shwapnopratidin.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

ভয়াবহ বন্যার কবলে ময়মনসিংহের হালুয়াঘাট

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

মাহমুদ আবদুল্লাহ : ময়মনসিংহের হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে গৃহবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট পৌরশহরসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে উপজেলার ভুবনকুড়া,জুগলী,গাজিরভিটা, হালুয়াঘাট সদর, নড়াইল, বিলডোরা, ধারা, ধুরাইল,শাকুয়াই ইউনিয়নসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়েছে।

বন্যা কবলিত হয়ে পড়েছে উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। ফলে শত শত পুকুরের মাছ ভেসে গেছে। শতাধিক হেক্টর আমনের ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে হাজার হাজার কৃষক।

টানা দুইদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় হালুয়াঘাট পৌরশহরের বিভিন্ন এলাকা ও উপজেলার ১২টি ইউনিয়নে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ রাত ৮:৪০ টা) পানি এখনও বেড়েই চলছে। রাতে আরও বাড়ার আশঙ্কা করছে পানিবন্দি সাধারণ মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ স্বপ্ন প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!