স্টাফ রিপোর্টার: আজ (শুক্রবার) ভোর ৫:৪০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল আলম নোমান ইন্তিকাল করেছেন। আত্মীয়-স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডা. তারিকুল আলম ময়মনসিংহ মহানগরীর জমির মুন্সী বাইলেন এলাকার নিজ বাসার বিছানায় মোবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে যান।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর)ভোর ৪টার দিকে মোবাইল ফোন বিস্ফোরণে তিনি দগ্ধ হন। এতে তার উভয় হাত, নাক, মুখ ও বুক দগ্ধ হয়। তাকে উদ্ধার করে মচিমহা (চরপাড়া হাসপাতাল)-এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, প্রতিদিনের মতো তিনি চিকিৎসা সেবা প্রদান করে রাত ১টায় বাসায় ফিরেন এবং তখনই মোবাইল ফোন চার্জে দেন।
উল্লেখ্য তার তিন ছেলে রয়েছে এবং তার স্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর এনাটমী বিভাগের সহকারী অধ্যাপক (ডাঃ ইসমত আরা)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ছবি: সংগৃহীত
সম্পাদক ও প্রকাশক: ডা. মোহাম্মদ আবু সাঈদ সরকার
ঠিকানা : ৩৭/৬, মসজিদ রোড, বালুরঘাট, ঢোলাদিয়া, ময়মনসিংহ।