1. admin@shwapnopratidin.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

আছিম আন্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৫৫ বার পঠিত

মোবারক হোসাইন(ফুলবাড়িয়া): ব্যপক জাঁকজমকপূর্ণ আয়োজনে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে আছিম আন্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১২ জুলাই) বিকেলে আছিম বাজারের আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক ফুটবল প্রেমি দর্শকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টিম বাটা এবং টিম রিজা।

খেলার শুরুতেই আনুষ্ঠানিকভাবে বিচারক সহ দুই দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করেন। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা মাঠে বেলুন উড়িয়ে খেলা শুরু করেন। এর আগে বিচারক ও খেলোয়াড়দের সাথে করমর্দন করে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দরা।

পূর্বনির্ধারিত সম্পূর্ণ সময়ে খেলায় টিম বাটা তিন এক গোলে টিম রিজাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আছিম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল।

তিনি বলেন, খেলাধুলা মাদক, সন্ত্রাস ও সামাজিক অপকর্ম দূরীকরণ করতে ভূমিকা রাখে। তাই যুবসমাজকে দেশের সম্পদ হিসেবে প্রস্তুত করতে খেলাধুলার বিকল্প নেই। এসময় এমন আয়োজনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান আবু রাসেল।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আছিম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়া এবং গেস্ট অব অনার হিসেবে ছিলেন আছিম আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের অফিস সহকারী মোশাররফ হোসেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বরেণ্য উপস্থাপক লিমা।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠান কর্তৃপক্ষ। পরে টুর্নামেন্ট সেরা ও ম্যাচ সেরা সহ খেলা পরিচালক এবং খেলোয়াড় ও সংশ্লিষ্টদের বাটা শোরুম এবং রিজা শুরুমের সৌজন্যে ধারাবাহিক পুরষ্কার প্রদান করা হয়।

পরে বিজয়ী দল টিম বাটাকে পুরষ্কার চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা। পুরষ্কার গ্রহণ করেন টিম বাটার অধিনায়ক সহ অন্যান্য খেলোয়াড়েরা। এর আগে বিজিতা দল টিম রিজার অধিনায়ক সহ অন্যান্য খেলোয়াড়েরা রানার্সআপ পুরস্কার ট্রফি গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ স্বপ্ন প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!