1. admin@shwapnopratidin.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় মা দিবস পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৮ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া ঈদগাহ মাঠে ‘সেইভ দ্য চিলড্রেন এন্ড লাভ দ্য প্যারেন্টস’ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মা দিবস ২০২৪ পালন উপলক্ষে গতকাল শুক্রবার (১৭ মে) আলোচনা সভা, সংস্কৃতি ও জ্ঞান উন্নয়নে বিভিন্ন প্রতিযোগিতা ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। সভাপতিত্ব করেন আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের উপদেষ্টা বাবু তাপস কুমার রায়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমএম ইস্পাহানি লিমিটেডের হেড অফ এডমিন সাইদুজ্জামান রেনু, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক এইচ.এম. মাহফুজ, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের নির্বাহী পরিচালক ডেন্টাল সার্জন ডা. জিয়াউদ্দিন টিটু, নাভানা ইন্ডাস্ট্রিজের হেড অফ এডমিন বদরুজ্জামান এমদাদ, হাসান’স ইংলিশ একাডেমির পরিচালক মেহেদী হাসান রায়হান, পংমসূয়া আদর্শ মহিলা মাদ্রাসার সুপার মোঃ আনোয়ার হোসেন গোলাপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউল হক বাতেন, কুমরী নূর হোসাইনী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী মাসুদ, বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তারেক রহমান, সমাজসেবক মাজহারুল ইসলাম দিদার, ইউপি সদস্য মুক্তার উদ্দিন, মোঃ শাহাবুদ্দিন শাহীদ প্রমুখ। তাছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ, জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান গোলাপ, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকনুজ্জামান আকন্দ, চারিপাড়া আজিম উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এমদাদুল হক, ব্যবসায়ী হাজী আব্দুল মান্নান মনাক, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মো. আল আমিন প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এতে কবিতা আবৃত্তি, রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন সালুয়াদী স্বপ্ন পাঠাগার ও সংগ্রহশালার সভাপতি কবি ও ছড়াকার গোলাপ আমিন। জাদুশিল্পী আশীষ বিশ্বাস উপস্থিত দর্শক-শ্রোতাদেরকে বিভিন্ন জাদু প্রদর্শনের মাধ্যমে বিমোহিত করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আবৃত্তিকার সুলতান আফজাল আইয়ূবী ও মোঃ আল আমিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেইভ দ্য চিল্ড্রেন এন্ড লাভ দ্য পেরেন্টসের সভাপতি হিমেল আহম্মেদ, সাধারণ সম্পাদক শেখ নূরুল আনোয়ার রিটন, সহ-সভাপতি আবুল হোসেন আকন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘মানবতার কাফেলা, মানবসেবায় হোক আত্মতৃপ্তি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে সংগঠনটি। সেগুলোর মধ্যে রয়েছে- দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় মেয়েদের বিবাহপ্রদান কাজে সহযোগিতা করা, সকলের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, মাল্টিমিডিয়া স্কুল পরিচালনা, মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা, ইরশাদুল উম্মাহ্ মক্তব পরিচালনা, বার্ষিক ইসলামী মাহফিলের আয়োজন, সামাজিক কবরস্থান স্থাপন করা ইত্যাদি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ স্বপ্ন প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!