1. admin@shwapnopratidin.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

বই পরিচিতি : ডা. মুহাম্মদ সায়েদুল আরেফীনের নতুন বই

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার পঠিত
  1. ডা. মুহাম্মদ সায়েদুল আরেফিনের নতুন বই ‘গ্যাস্ট্রোলিভারের অসুখ বিসুখ’

হালুয়াঘাটের কৃতী সন্তান ডা. মুহাম্মদ সায়েদুল আরেফিন (স্বপন)। ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের (এমডি) সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি স্বাস্থ্য ও জীবনযাপন বিষয়ে ‘ত্রিনয়ন প্রকাশন’ থেকে তাঁর ‘গ্যাস্ট্রোলিভারের অসুখ বিসুখ’ বইটি প্রকাশিত হয়েছে।

পরিপাকতন্ত্র ও লিভারের নানা ধরনের অসুখ নিয়ে অনেক দিন ধরেই তিনি ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকায় লেখালেখি করে আসছেন। এই বইটি মূলত সেসব লেখালেখিরই সংকলন। ডাঃ মুহাম্মদ সায়েদুল আরেফিন একাধারে কবি ও লেখক। ইতিমধ্যে সায়েদুল আরেফিন -এর কাব্যগ্রন্থ ‘স্বপ্নের দ্বীপে’ ২০১৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।

গ্যাস্ট্রোলিভার বিষয়ক সম্মানিত রোগী, নবীন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং এ বিষয়ে আগ্রহী যেকোনো পাঠক বইটি পড়ে উপকৃত হতে পারেন। অগ্রহী পাঠকরা বইটি পাবেন rokomari.com এ। https://rokshort.com/KJgs2YjEJ এই লিংকে ক্লিক করে বইটি দেখে নিতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ স্বপ্ন প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!