মুবাশ্বির হুসাইন কাসেমী
আমি দেইখ্যা ঘর করতাছি,
অন্য কেউ করত না।
রাত্রে আসে একটা বাজে
কোথায় থাকে কোন্ কাজে ?
খবর নাই তার সারা দিন
বলে যায় কি কোনো দিন ;
কইলেও এসব ছাড়ত না।
আমি দেইখ্যা ঘর করতাছি,
অন্য কেউ করত না।
সংসারের কী কখন লাগে
খোঁজ নেয় না, কইলে রাগে,
বাচ্চারা কী করে কোথায়
চিন্তা কি তার আছে মাথায় ;
ধাক্কাইলেও হি লড়ত না।
আমি দেইখ্যা ঘর করতাছি,
অন্য কেউ করত না।
বিশটা বছর হইল পার
কন্ ত, সহ্য হয় কত আর,
মরলেও আমি বাচঁতাম
কানতাম না, আমি হাসতাম
এরপরেও তো মরত না।
আমি দেইখ্যা ঘর করতাছি,
অন্য কেউ করত না।