ফুলবাড়িয়া প্রতিনিধি: পহেলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নে পাটুলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তৌসিফ স্পোর্টিং ক্লাব, পাটুলী বনাম ফ্রেন্ডস ক্লাব, আছিম মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ফুলবাড়িয়ার কৃত্বি সন্তান স্টার পাওয়ার টেকনোলজি লিঃ, ঢাকা, এর পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম সাব- ইন্সপেক্টর, পি,বি আই, ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারুনূর রশীদ, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার সাপ্তাহিক বার্তা সমারোহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ গোলাম ফারুকসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবলু। সঞ্চালনায় ছিলেন সাইফুল আলম কাজল ও রফিকুল ইসলাম।
খেলায় বিজয়ী হয় পাটুলী তৌসিফ স্পোর্টিং ক্লাব। ১ম পুরস্কার ১টি খাসি, ২য় পুরস্কার ১টি এলইডি টিভি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ডা. মোহাম্মদ আবু সাঈদ সরকার
ঠিকানা : ৩৭/৬, মসজিদ রোড, বালুরঘাট, ঢোলাদিয়া, ময়মনসিংহ।