মুবাশ্বির হুসাইন কাসেমী
এই যে আত্মহত্যা করিলে
ট্রেনের নিচে পড়িয়া,
ফাঁসিতে কিংবা বিষ খাইয়া
গেলে তুমি মরিয়া।
তাতে পৃথিবী আটকে গেছে ?
ক্ষতিই বা হলো কী কী ?
বরং ধিক্কার জানায় সকলে
আর ঘৃণায় বলে ছি ছি।
মরতে তোমার এত শখ যদি
যাও গিয়ে হও শহীদ,
সাবাশ সাবাশ বলবে দুনিয়া
আখেরাত হবে খরিদ।