1. admin@shwapnopratidin.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

ময়মনসিংহের চর খরিচায় বসেছে “মানবিক বাজার”

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৫৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহের কোতোয়ালি থানার ৫নং চর সিরতা ইউনিয়নের চর খরিচায় বসেছে “মানবিক বাজার”। চর খরিচা বাজারে প্রতি হাটবারে (শুক্রবার ও সোমবার) দুপুর ২টা থেকে এই মানবিক বাজার বসে। চর খরিচা বাজার কেন্দ্রীয় মসজিদের গেইটের সামনে আসল দরে পণ্য বিক্রয় করে এলাকার কয়েকজন যুবক সাধারণ মানুষের প্রশংসা কুঁড়িয়েছেন। জানা যায়, এখানে ফ্রেশ ১ লিটার বোতলজাত সয়াবিন তৈল ১৫০/-, মসুরি ডাল (বড়) ১০০/- কেজি, পিঁয়াজ (দেশি) ৫০/- কেজি, চিনি ১২০/- কেজি, আলু (ডায়মন্ড) ২৫/- কেজি, রসুন (দেশি) ১৬০/- কেজি।

উদ্যোক্তারা বলেন, রমজান মাসে অনেক গরীব মানুষ ইচ্ছা থাকলেও ঠিকমতো বাজার করতে পারে না। আমরা সীমিত পরিসরে হলেও গরীব-দুঃখীদের জন্য এই সেবার আয়োজন করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ স্বপ্ন প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!