প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ণ
ময়মনসিংহ শহরে চাখোর ছাগল
- ইবনে জসীম উদ্দীন সরকার: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের গলগন্ডার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম (৩৪) শখের বশে ৪টি ছাগল কিনে পালন করা শুরু করেন ২০২২ সালে।
এখন তার খামারে মোট ১৬টি ছাগল আছে। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।
মজার বিষয় হলো বাহাদুর নামের খাসিটি সিরাজুল ইসলামের খুব ভক্ত। প্রতিদিন সকাল বেলায় মালিকের হাতে খেতে পছন্দ করে। এমনকি উনি চা পান করলেও বাহাদুর নাছোড়বান্দা। সে এই নিউজ করার সময় ১নং ওয়ার্ডের বালুরঘাট মোড়ে হাফিজুল টী স্টলে চা পান করছিল।
জানা যায় ১১ মাস বয়সী বাহাদুরের বর্তমান বাজার মূল্য ২৫-২৬ হাজার টাকা। সিরাজুল ইসলাম জানান, "আমি এখনো মানসিকভাবে কষ্টে আছি, গত ২১ অক্টোবর ২০২৩ ইং বাহাদুরের জমজ বোন (বাদামী কালার পাঠী বাচ্চা) হারিয়ে যায়।" ওকে হারিয়ে সিরাজুল ইসলাম অনেকটা বিপর্যস্ত। বাজার মূল্য নয়, বরং বাহাদুরের জমজ ছাগীটিও মালিকের অনেক ভক্ত ছিল। অনেক মাইকিং, খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ছাগীটি পাওয়া যায় নি। সিরাজুল ইসলাম বলেন, "যদি কেউ ছাগীটির সন্ধান দিয়ে আমাকে হেল্প করেন তাকে উপযুক্ত সম্মানী দেওয়া হবে"।
সম্পাদক
ও প্রকাশক: ডা. মোহাম্মদ আবু সাঈদ সরকার
ঠিকানা : ৩৭/৬, মসজিদ রোড, বালুরঘাট, ঢোলাদিয়া, ময়মনসিংহ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ স্বপ্ন প্রতিদিন